পৃথিবীর সৃষ্টিকর্তা ও পরিচালক, মানুষের সৃষ্টিকর্তা ও পরিচালক, পালনকর্তা, রিজিক দাতা যদি একজন ঈশ্বর ই হন তবে তিনি কেনো এত জাতী-গোত্র জগতে তৈরি করেছেন,মানুষে মানুষে কেনো ই বা বেধাবেদ তৈরি করেছেন?
তিনি কি পারতেন না সবাইকে এক ফরম্যাটে, একই ধর্মে সৃষ্টি করতে ?
যেহেতু তিনি সর্ব- শক্তিমান,অসীম দয়ালু , পালনকর্তা ও সৃষ্টি জগতের মালিক।
তবে কোথায় তার সর্বশক্তি, কোথায় তার দয়া ?
সিরিয়ায় এত হত্যাকাণ্ড কেনো ?
গাজাই কেনো হয় বোমাহামলা ?
মক্কায় কেনো ঝড়তুফানে দৌড়াই মুসুল্লী ?
রোহিঙ্গা মুসলিমরা আজ কেন নিজেদের ঘর বাড়ি ছাড়া ?
আফ্রিকায় কেন ই বা মানুষ না খেয়ে যায় মারা ?
ঈশ্বর এত টা অমানবিক কেন?
নাকি এসবের পিছনে তার কোনো হাত নেই ?
যদি না থাকে তাহলে কিভাবে সে হয় সর্বশক্তিমান,সৃষ্টিকর্তা,পালনকর্তা ?
এই প্রশ্ন গুলির কোনো যুক্তিক উত্তর নেই।
সৃষ্টি জগতের সকল সৃষ্টি ই নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ ইচ্ছাই সব কিছু করছে।
কেউ মারতেছে কেউ মরতেছে ,
কেউ পারছে বাঁচতে, কেউ পারতেছে না।
এখানে যারা ঈশ্বর এর দুহাই দেয় তারা হয় মূর্খ না হয় ধোঁকাবাজ ।