মূর্খ বর্বরদের সমাজে সত্য বরাবরই অশ্লীল, তেতু আর বিরক্তির অসহনীয় যানজট।

sadekmahmud

August 6, 2022

ধরুন আপনার নিকট আত্মীয় তীব্র ভাবে জ্বীন ভুত,

বান মা!রা, বশ করা এইসব কবিরাজ তন্ত্রে বিশ্বাসী। এবং সে একজন কবিরাজকে আপনার সামনেই ১০০০ টাকা দিয়েছে তার কাজে সুফল পাওয়ার জন্যে, বা কাউকে বশ করার জন্যে। এখন আপনি ভালো ভাবেই জানেন যে কবিরাজের কোনো ক্ষমতা নাই তাকে বা তার কাজে সুফল বয়ে দেওয়ার। এখন যদি আপনি তাকে কবিরাজি কাজে আসবে না, এই এইসব ভুয়া এটা বলতে যান, দেখবেন সে আপনার প্রতি রাগান্বিত হবে এবং বিষন্ন বোধ

করবে। আর যদি তার সাথে আপনি তাল দিয়ে বলেন যে এইবার সাকসেস ঠেকাই কে। দেখবেন গদ গদ হাসিতে সে আপনার প্রতি ভালো বোধ করে চলেছে।

– ধরুন আপনার বন্ধুর স্ত্রী বা প্রেমিকা আপনার সামনে অন্য আরেক জনের সাথে অনৈতিক সম্পর্কে জড়ায় যা আপনি স-চক্ষে দেখেন, জানেন। এখন যদি এটা আপনার বন্ধুকে আপনি বলতে যান। সে কোনোভাবেই এখানে আপনার প্রতি ভালো বোধ করবে না। আর যদি বলেন যে দুস্থ তোর স্ত্রী/প্রেমিকা অনেক সৎ, একমাত্র সহি নারী। দেখবেন সে আপনার প্রতি ভালো বোধ করবে।

বা ধরুন আপনার কাছের বান্ধবী আপনার আরেক লুচ্চা বদমাইশ নারিখোর ছেলে বন্ধুর সাথে মিশতেছে, যেই ছেলে সম্পর্কে আপনি ভালো করেই জানেন। অতএব ছেলেটি তাকে লাগানোর জন্যে রাত দিন ভালোবাসার অভিনয় করে যাচ্ছে আপনার বান্ধুবির সাথে। আপনি যদি এটা ট্যার পেয়ে আপনার বান্ধবীকে তা বলতে যান, দেখবেন কিভাবে সে আপনাকে ভূল বুঝে বসে। আর যদি বলেন যে, মাম্মা কেমন চলতেছে রিলেশন, ট্রিট দিবি কবে অ্যা। সুলতান ডাইনে খাওয়াইতে হইবো এইবার। দেখবেন কি যে নটির মত হাসিখুশি সে আপনার সাথে।

– ধরুন কেও একটা মানহীন কমদামী জামা বেশি দাম দিয়ে মার্কেট থেকে কিনে আনছে, আপনাকে যদি বলে সে যে এটা কেমন হয়েছে। আপনি যদি বলেন যে এটা কমদামী ননব্রান্ড মান খারাপ হ্যানত্যান, দেখবেন যে সে আপনার সামনেই বিরক্ত বোধ দেখাবে। আর যদি বলেন যে, আরে মামা সুন্দর কাপড় ত, কত দিয়ে কিনছ, একদম ফাটাফাটি হইছে। দেখবেন আপনার প্রতি ভালো বোধ করছে।

– ধরুন আপনার এক বন্ধু ১৫ বছরের এক অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিয়ে করতে চলেছে। এখন যদি আপনি তাকে বাল্য বিবাহের কুফল, সন্তান জন্মে সমস্যা, গর্ভপাত, সন্তান এর শারীরিক গঠনের সমস্যা হবে ইত্যাদি বর্ণনা করেন দেখবেন একেবারে সে আপনার প্রতি বিরক্ত বোধ দেখাচ্ছে। আর যদি তার সাথে তাল মিলিয়ে বলেন – আরে মাম্মা সেই হবে সেই, কচি মাল, ভার্জিন, ইন্টেক্ট একদম অরিজিনাল ফিলিংস পাইবা। দেখবেন সে গদ গদ অট্ট হাসিতে আপনার প্রতি ভালো বোধের প্রকাশ করবে।

– ধরুন, আপনি এই মুহূর্তে আফ্রিকার কোনো এক দেশের এমন একটি সমাজে আছেন, যেখানে মানুষের প্রাথমিক শিক্ষা টুকুও নেই।

আপনি যদি সেখানে বলেন যে “সূর্য নয় বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে”। আপনাকে তারা পাগল আখ্যা দিবে, বা উক্ত কথা যদি তাদের কোনো ধর্মীয় বা সামাজিক রীতির বিরোদ্ধে যায় তাহলে এমনকি আপনার প্রাণ হানি কিংবা আপনার জন্যে কোনো কঠিন বিচারের ব্যবস্থাও হইতে পারে।

যেমন ধরুন আমার মত কোনো ধার্মিক ব্যক্তিকে যদি আপনি মানব জাতীর উৎপত্তির ইতিহাস বিবর্তনবাদ বুঝাতে যান তাহলে তিনি এটিকে অস্বীকার করবে কিংবা ধর্মের দোহাই দিয়ে এটাকে স্কিপ করে যাবে।

কিন্তু যদি বলেন যে প্রথমে মাটি দিয়ে দুজন মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং দুজন মানুষ থেকে বাপ-মা ভাই-বোন, মা-ছেলে, বাপ-মেয়ে ফ্যামিলি সে!*ক্স করে বিশ্বব্যাপী মানব জাতীর এই বিস্তার ঘটেছে তাহলে দেখবেন সে এটাই বিশ্বাস করবে এবং আপনাকে একজন নৈতিক এবং ভালো মানুষ হিসেবে মেনে নিবে।

Leave a Comment