ধর্মের আগে মানুষ

sadekmahmud

February 18, 2019


সবার উপরে মানুষ সত্য এই বাক্যটি  যেদিন  থেকে মুমিন- মুসলিম, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সকল প্রজাতি মানবে, সেদিন পৃথিবী তার প্রকৃত বৈচিত্র্য খুঁজে পাবে।

মৌলিকভাবে
সারা পৃথিবীতে দু’টো কারনে ই বেশিরভাগ অশান্তি বিরাজ করছে!
১. ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমানের চেষ্টা
২. রাষ্ট্রীয় রাজনীতিতে ধর্মকে ব্যাবহার!

ধর্মের কারনে,
আই এস জঙ্গি,বোকোহারাম, হুথী, হিজবুল্লাহ, তালেবান,
আল কায়েদা, পিকে,নুসরাত ফ্রন্ট, লস্কর ই তৈয়বা, তালিবান রক্তপাতের খেলায় মেতেছে!!
আর আফগানিস্থান, গাজা, ইসরাইল , সীরিয়াই বইছে রক্তের বন্যা। 

পৃথিবীতে এখনও প্রাই ৪২০০+ ধর্ম বিরাজমান রয়েছে। 
বিবর্তনের বহুল ধারাবাহিকতা পেরিয়ে আমরা আজ মনুষ্য রূপে পরিবর্তিত হয়েছি, আমরা ত তখন থেকেও মানুষ যখন জগতে কোন ধর্মই ছিলনা,তবে আজ কেনো ধর্মের নামে এত টানা হেঁচড়া? যে ধর্ম গুলোর আবির্ভাব ঘটানো হয়েছিলো দুই হাত পা ওয়ালা মানব জাতিকে মানুষ করার জন্য , সে ধর্ম গুলির কারনেই আজ আমরা আরও বেশি বিতর্কিত, আতঙ্কিত হচ্ছি ।

পরিশেষে এটাই বলতে চাই,
আমার ভালো বা খারাপ হওয়ার পিছনে কোন ধর্ম কোনো অবস্থাতেই কারণ হতে পারে না। মানুষ হওয়ার প্রবল ইচ্ছাই আমাকে,আপনাকে মনুষ্য রূপে গড়ে তুলবে।

মান + হুশ, মন + মনুষত্ব,
যার মধ্যে আছে সেই যথেষ্ট মানুষ।
তার চেয়ে বেশি কিছু আমার মানুষ হওয়ার জন্যে প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

Leave a Comment