অহংকার করে বড়াই করে নিজেকে আস্তিক – নাস্তিক সংশয়বাদী বা মুক্তমনা, যে যাই মনে করুন । প্রকৃত পক্ষে একজন মানুষ হিসেবে আপনি কতটা কলুষতা মুক্ত, বৈষম্য হীন, মানবিক চিন্তা করতে পারেন এটার দায় উপরিউক্ত কোনো টার সাথেই ততটা সম্পৃক্ত থাকে না, যতটা থাকে আপনি একজন মানুষ এই শব্দটার উপর। কোনোএক জাতি বা গোত্রের ট্যাগ আপনাতে লাগালেই আমরা নিজেকে শ্রেষ্ঠ বলতে পারি না, পারিনা ততক্ষণ যতক্ষন না নিজেকে বৈষম্যহীন ও মানবিক স্থানে দাড় করাতে পারি।