জন্মের উদ্দেশ্য কি হওয়া উচিত

sadekmahmud

June 12, 2019

খেয়ে, পরে , দালান প্রাসাদ তৈরি করে, ক্ষমতা অর্জন করে, মানুষ মেরে, খাটে ঝড় তুলে, আদম উৎপাদন করে, ষ্টেজে লাফিয়ে, নেতা হয়ে, রাজপথে গলাবাজী করে , যুদ্ধ করে , বিরোধী হয়ে, ঈশ্বরের ভক্তি করে, দেবতার পূজা করে, পরকালের ফসল কামাইয়ে মরে গেলেই শেষ হলো ?
আর এটাই কি পৃথিবীতে মানুষ রূপে আগমনের উদ্দেশ্য হওয়া উচিত ?

আমার মতে –
পৃথিবীতে জন্মের প্রথম কারনটা , মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকাই ।
আর বেঁচে থাকার সময়টুক মানুষ হতে থাকা, প্রকৃত মানুষ হওয়া, মানুষ হইয়ে আপন জন্মের স্বার্থকতা খোঁজা । নিজের ভালোবাসা চারিপাশে ছড়িয়ে দেওয়া, মৃত্যুর পরও যেন পৃথিবী আমাকে মনে রাখে সে জন্যে আপন থেকে পৃথিবীকে কিছু দিয়ে যাওয়া।

Leave a Comment