যেমনে মানুষ হওয়া যাই

sadekmahmud

May 8, 2017

মানুষের পেটে বা মানুষের ঘরে জন্ম নিলেই সুনিশ্চিৎ হওয়া সম্ভব নয় যে, সবই মানুষ হবে।

সদ্য ভূমিষ্ট কোন শিশুকে জঙ্গলে বা বিশেষ ব্যবস্থায়, মানব-সংস্পর্শহীন এবং হিংস্র কোন প্রাণীর সাথে রাখা গেলে বোঝা যেত, মানুষের ঘরে জন্ম নেয়া কেউ, কেমন করে জানোয়ারে পরিনত হতে পারে।

আমরা সবাই চাই, ধনী গরিব চোর গুন্ডা লুচ্চা বদমাশ এমনকি নিষিদ্ধ পল্লির অসহায় নারীটিও চায় তার সন্তানটি “মানুষ” হোক।

তবে, মানুষ হওয়া কি এবং কেমন?

পারিবারিক সামাজিক প্রাতিষ্ঠানিক শিক্ষা-দিক্ষায় সুশিক্ষিত যোগ্য প্রতিষ্ঠিত কর্মঠ দায়িত্ববান নৈতিক তথা সুনাগরিক হয়ে ওঠাকে সাধারনত “মানুষ হওয়া” বোঝালেও, আরও একটা বিশেষ বিষয় এতে বেশ জড়িয়ে রয়েছে যেটা হলো ধার্মিকতা বা বিশ্বাসী হয়ে মানুষ হওয়া।
যিনি ধার্মিক নন বা বিশ্বাসী নন, তিনি ধার্মিকদের কাছে মানুষ নন!
আবার ধার্মিকতার ভেতরেও নানা কথা, নানা বিষয়, নানা গুন্জন প্রচলিত রয়েছে। কেউ সহি ধার্মিক কেউবা অসহি, কেউ মনে করেন সঠিক ধার্মিক হইতে হইলে গুরু ধরতে হবে, গুরুর মুরিদ হতে হবে। একজন পীরের মুরিদ হতে হবে। কেউ মনে করেন  না। 
গুরু বলেন, ” মা ( জননী) ভক্তিহীনা মুক্তি নেই।

বাউল বলেন:- মানুষ ভজলে সোনার মানুষ হবি । মানুষ হতে হলে, মানুষকে ভালবাসতে হবে।

ধর্ম বলে:- ঈশ্বর, আল্লাহ, ভগমান, দেব-দেবীকে কান্ডারী-ভান্ডারী মানতে হবে- দেব দেবিই তোমার মুক্তিদূত। ধর্ম বলছে, আগুনে শুদ্ধ হয়ে মানুষ হও, ধর্ম বলছে- সূর্যই তোমার দেব; মুক্তিদাতা,ত্রাণকর্তা।  অর্থাৎ, গুরু পীর আউলিয়া বা দেব দেবী আগুন সূর্য পাথর পূজা অর্চনা সাধন-ভজন করো যদি শুদ্ধ মানুষ হতে চাও, পরকাল বা স্বর্গ পেতে চাও।

আবার, ভাববাদহীন কোন ধার্মিক বলেন,  ঈশ্বর সব কিছু। গুরুবাদ, ভাববাদে মুরিদপন্থা বাড়তি হঠকারিতা বা শিরক। কেউ বলেন, ঈশ্বরকে সর্বেসর্বা মানতেই হবে, রোজা নামাজ হজ্জ যাকাত চারটি জিনিস সহ। তবে- তোয়াক্কা করতে হবে ঈশ্বরের কোন মেসেন্জারকেও। নইলে তুমি মানুষ নও,  মুর্তাদ – কাফের।

২.
অন্য বিশ্বাসঃ- 
ধর্ম, ধার্মিক, পীর দরবেশ, মেসেন্জার , রোজা নামাজ, হজ্জ, ঈশ্বর- সমগ্র কিছুই অন্ধ বিশ্বাস বা কুসংস্কার মাত্র, যা থেকে তোমাকে বেরুতে হবে, আলোতে আসতে হবে প্রকৃত পূর্নাঙ্গ মানুষ হতে হলে- নিজের মেধা সঠিক পথে পরিচালিত করতে হবে, মানবজাতির কল্যাণে কাজ করতে হবে, সর্ব জিবে দোয়া দেখাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের তোরে নিজেকে বিলিয়ে দিতে হবে।

অতঃপর, মানুষ হতে চাওয়া মানুষ গুলোও আজ রয়েছে চরম বিপাকে !
তবে, মানুষের উত্তরণের পথও বেশ সহজ।
শিক্ষা চর্চা , মেধা ধারালো করন, বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহন, চিন্তা শক্তির উন্নয়ন করন, নিরপেক্ষতা করন ,মুক্ত চিন্তা আবির্ভাব করন ।

Leave a Comment