আমি বহুল প্রচলিত কোনো ঈশ্বরের অস্তিত্ব এবং তাদের দৈব শক্তি ও তাদের আচার বিচারে এক বিন্দুও বিশ্বাস কিংবা ভরসা করি না। কিন্তু এটা খুব ভালো ভাবেই বিশ্বাস করি যে, *প্রকৃতি কারো পাপের ভার নিজের কাঁদে নেয় না*।
প্রত্যেকেই তার কৃত কর্মের ফলাফল নিজে ভোগ করতে বাধ্য। আপনি হয়তো আজকে কোনো একটা অন্যায় করে ভালো বোধ করতেছেন, ভাবছেন ভালই ত আছি। বাহ্যিকভাবে এর কোনো খারাপ ইফেক্ট দেখতে পাচ্ছেন না।
কিন্তু এই কর্মের ফিডব্যাক সাথে সাথেই আপনার মস্তিষ্কে সেট হয়ে গিয়েছে। আপনার জীবনের সাথে যা কিছু ঘটে এবং ঘটবে সকল কিছুই আপনার মস্তিষ্কের ডেটার উপর নির্ভর করে ঘটে। এই ডেটাব্যাজ যত কুলষিত হবে, ততই আপনার চারপাশ, আপনার সুস্থ জিবন ব্যহত হতে থাকবে, সুখে থাকা, ভালো থাকা ব্যহত হতে থাকবে।
আপনি অনেক কিছুই খালি চোখে দেখতে পারেন না, যেমন বাতাস, বিদ্যুত প্রবাহ, রেডিও তরঙ্গ, নেটওয়ার্কের রেডিয়েশন, শব্দের চলাচল কিংবা আপনার সামনেই শূন্য স্পেসে ভাসমান পানির অস্তিত্ব। এইসব আপনি খালি চোখে না দেখতে পেলেও এইসবের অস্তিত্ব আপনার চারপাশে খুব বাস্তব উপলব্ধির সাথেই বিদ্যমান আছে। যেইভাবে দৃষ্টির অগোচরে আপনার মস্তিষ্কে বিদ্যমান থাকে আপনার পাপের অস্তিত্ব।
আপনি আস্তিক, নাস্তিক, সংশয়বাদী, কাফের মুরতাদ যা ই হোন না কেনো, আপনার কর্ম এবং এর একশন আপনি কোনভাবেই স্কিপ করতে পারবেন না।