ধর্ম আদিম সভ্যতার কুসংস্কার

sadekmahmud

March 6, 2022

পৃথিবীতে আগত সকল ধর্মই আদিম সভ্যতার আদিম নীতি, কুসংস্কার, রূপকথার গল্প ।

একজন পরম করুণাময় সর্বশক্তিমান অসিম দয়ালো স্রষ্টা কখনোই তার সৃষ্টির মধ্যে বিশৃঙ্খলা বাধাতে পারেন না। পৃথিবীতে প্রচলিত প্রায় ৪২০০+ ধর্মের সকল ধর্মাবলম্বীরাই বিশ্বাস করে যে তাদের নিজ নিজ ধর্ম ই একমাত্র সঠিক, আর বাকি সব মিথ্যা বা ভূল।

প্রশ্নটা যদি এমন হয়, ৪২০০ ধর্মের মধ্যে সঠিক কোনটা ?
আসলে আপনার কাছে মনে হতে পারে যে আপনার টাই সঠিক!
আর এটা জানতে হলে অবশ্যই আপনাকে সকল ধর্ম গ্রন্থ গুলি মুক্তমনে পড়তে হবে।

সব গ্রন্থগুলি না পড়তে পারলে অন্তত ৮-১০ টা ধর্ম গ্রন্থ পরে যদি আপনার অ্যানালিটিক্যাল মাইন্ড দিয়ে বিচার করেন, বা ধীরতার সাথে মুক্তমনে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন ধর্ম আসলে কি,
মানব জাতীর মুক্তির পথ নাকি কুসংস্কার !

ধর্ম নামক কুসংস্কার বা আদিম কালের বর্জনযোগ‍্য সভ্যতাই  যে আজ মানবজাতির উন্নতির পথে সবচেয়ে বড় বাধা,,,
এটা গোটা জাতি আজ বুঝতেই চায়বে না, কারন জাতিকে ত বহু আগেই ঈমানের খাচাই আবদ্ধ করা হয়েছে, যার বাহিরে যাওয়া ত দূরের কথা, বাহিরের কিছু চিন্তা করলেই ঈমান থাকেনা ।

আর ব্যর্থতা তাদেরই প্রতিনিয়ত পাকরাও করে বেড়াচ্ছে , যারা যেনে বুঝেও বেরিয়ে আসতে পারতেছে না রূপকথার গল্পের মায়াজাল থেকে, এখনো যারা আটকা পড়ে আছে ১০০০ বছর এরও আগের সভ্যতার মায়াজালে। ব্যর্থতা তাদেরই ডেকে আনা এক খালকাটা কুমীর।
       

       |  ধর্ম বর্ণ নিপাত যাক, মানবতা মুক্তিপাক 

Leave a Comment