ঈশ্বরের ধর্ম – মাটি ও ঈশ্বর

sadekmahmud

July 1, 2019

মাটি  ও ঈশ্বর 

মাটি বড়ই দৈর্যশীল একটি সত্তা , মাটিকে মানুষ যতই কাটাকাটি, পিটাপেটি করুকনা কেন মাটি কখনোই মানুষকে এর ফিডব্যাক দেয়না। মাটি মানুষের এই চরম অত্যাচার সহ্য করে আসছে অনন্ত কাল অবদি, এটাই হয়ত মাটির ধর্ম । এই মাটি মানুষকে অনেক কিছু শিখাতেও চায় বিনামূল্যে,বিনাঘামে। মানুষ তাও মানতে চায় না। মানুষ তার নিজস্ব লালিত শিক্ষায় অনড় থাকতেই সাচ্ছন্দ বোধকরে। এতেও মাটির কোনো ফিডব্যাক নেই। মাটির ধর্মই যেন মানুষের নিপীড়ন সহ্য করা। অন্যদিকে ঈশ্বরের ধর্মও মাটির মতই। মানুষ ঈশ্বরকে রূপায়িত করেছে নানা রূপে , একেক জন একেক রূপে তাকে নানা রকম গালাগাল দিচ্ছে। মানুষ ঈশ্বরকে হাজার হাজার ধর্মের দায়িত্ব দিয়ে নিজ  নিজ মতে ভাগাভাগি করলেও তাতেও ঈশ্বরের কোনো প্রতিক্রিয়া নেই। ঈশ্বর যেন মাটির ওই অনুসারী।

মাটির সাথে ঈশ্বরের অনেকটাই মিল রয়েছে ,

ঈশ্বরের ধর্ম 

ঈশ্বর সর্ব শক্তিমান, সৃষ্টি জগতের মালিক, মানুষের নিয়ন্তা, নেয় বিচারক,পরম করুণাময়  দয়ালু , ক্ষমাকারী, সাহায্যকারী।কিন্ত ব্যাপার হলো, তার এইসব মহান কর্মসাধনের জন্যে  তার কোনো ধর্মের প্রয়োজন হয়না, তিনি ধর্ম-বর্ণহীন এক অসীম সত্তা । অথচ তিনি একটি মাত্র সত্তা হলেও এই ইহজগতের সর্বকুল মানুষের সর্বপ্রকার ধর্মেরই নাটের গুরু । এই ব্যাপারটা একটু আজব না ?
যেহেতু তিনি ঈশ্বর একটিমাত্র সত্তা। তাহলে কেন এতো এতো ধর্মের আবির্ভাব , ধর্ম দিয়ে কেন তিনি মানবজাতিকে হাজারো জাত ধর্মে বিভক্ত করবেন, কেনইবা  মানবজাতিকে তিনি হাজারো ধর্মে হাজারো কিতাবে হাজারো পন্থায় হাজারো নামে তাকে স্বরণ করতে বলবেন, একটি নাম বা পন্থায় যথেষ্ট ছিল নয়কি ? তাহলে কেন এতো নাম এতো দ্বিমত। নাকি তিনি এব্যাপারে কিছুই যানেন না ? তাহলে কারা এতো ধর্ম আবিষ্কার করেছে ,,, কালের মানুষ ?
যদি এই বহুধর্মের আবিস্কারক মানুষ হয়ে থাকে, তবে সবকিছুর নিয়ন্তা, সর্বশক্তিমান ঈশ্বর তখন মানুষের অপ্রয়োজনীয় বহুধর্মের আবিষ্কার ঠেকাইনি কেনো, কেনো ? মানবজাতিতে মারামারি কাটাকাটি লাগানোর জন্যে ? তাই তো দেখছি, আজকাল অনলাইনে চোখ মেললেই দেখি প্রতিদিনই ধর্মের কারণে পৃথিবীর কোথাও না কোথাও মানুষের প্রাণহানী ঘটছে । এটাই কি  ঈশ্বরের ইচ্ছে বা কর্ম ? নাকি এটাই তার নীতি বা ধর্ম । নাকি এইব্যাপারেও তিনি কিছু জানেন না, না জানলে হয়তো তিনি নির্দুষই বটে, জানিলে তিনিই পাপের ভান্ডারী।

Leave a Comment