আস্তিক্যবাদ – ঈশ্বর সকল কিছুর নিয়ন্তা।
নাস্তিক্যবাদ – প্রকৃতিই সকল কিছুর নিয়ন্তা।
যুক্তিবাদ – মানুষ বা মানুষের কর্ম ক্রিয়াই নিয়ন্তা।
সংশয়বাদ – নিশ্চিৎ নই কে কার নিয়ন্তা ।
অজ্ঞেয়বাদ – ঈশ্বরবাদ , নিরীশ্বরবাদ, যুক্তিবাদ, প্রকৃতিবাদে কৌতুহল নেই; এগুলি জানি না, প্রয়োজনও ভাবি না।
মনোবিজ্ঞান – আপন মস্তিষ্কই নিজস্ব নিয়ন্তা।
বিজ্ঞান – অনু ,পরমানু তথা পদার্থের চরিত্র ধর্ম ই নিয়ন্তা।
গ্রহরত্নবাদ – গ্রহ,নক্ষত্রই ত সর্ব নাটের গুরু ।
বিবর্তনবাদ – পরষ্পর নিয়ন্ত্রনাধীন প্রাকৃতিক পরিবর্তন ঘটছে, বিবর্তন ই প্রকৃতির ধর্ম , নিয়ন্তা থাকতে ই পারে।
মুক্তমনা – আমার নিয়ন্তা আমিই, কারো প্রয়জন পরে না আমাকে নিয়ন্ত্রণের।
আমার বাখ্যা ভূলও হতে পারে, পাঠক সমাজ শুদ্রে নিবেন নাহয়।