খুঁতখুঁতে স্বভাবের মানুষ যেমন হয় –

sadekmahmud

November 4, 2018

এই গ্রহে এমন কিছু  ব্যাক্তি আছেন যারা অনেক খুঁতখুঁতে। খুঁতখুঁতে বলতে আমি যা বুঝাতে চাইছি তা হলো- সবকিছু একেবারে নিখুঁত না হলে যাদের  মন ভরে না, নিজের সবকিছুই একটা খুঁতহীন অবস্থায় যারা নিয়ে যেতে চাই। সব কিছুতেই যারা একেবারে ১০০% সন্তুষ্টি আশা করে থাকে। অথচ কাউকেই ব্যক্তিজীবনে কোনো কাজে ১% ও বিশ্বাস করতে পারে না, এবং সবার ক্ষেত্রেই একটা নেগেটিভ চিন্তা ভাবনা বহন করে।।।

এরকম মানুষ ব্যক্তিজীবনে ,কর্মজীবনে, সমাজজীবনে একটা অস্থির লোক হিসেবে গণ্য হয়।  যা তারা নিজে থেকে কখনো টের পাই না। আমার চারপাশে এমন কিছু কিছু লোক দেখি যারা সামনে দিয়ে মশা গেলেই ধরে ফেলে আবার পিছন দিয়ে হাতি গেলেও টের পাই না। শ্রমিকের পেটে লাথি মেরে হুজুরের কাছে সিন্নি পাঠায়। কথাটা আরো সহজ ভাবে বলতে গেলে, এরা মজুরের টাকা মেরে মাজারে দান করে। এরা দেখা যাই শ্রমিকের ন্যায্য পাওনার বেলায় খুব হিসাবি, অথচ ভোগবিলাসিতার বেলায় চিন্তা থাকেনা একটুও। এরা এইটুক বুঝতে চাই না যে কর্মচারী যদি তার কর্মের সঠিক পুরস্কার পাই তাহলে তার একদিকে যেমন কর্মচারী খুশি থাকে, মন থেকে দুয়া করে অন্য দিকে তার কাজ গুলোও  নিখুঁত ভাবে করতে চেষ্টা করে। এই চিন্তাভাবনা তাদের কাছে অর্থহীন।

ছোট কালথেকেই আমি অনেক আত্মনির্ভরশীল ছিলাম , নিজের পায়ে দাড়িয়ে চলতেই আমি সচন্দ্য বোধ করতাম।

যার সুবাদে আমাকে অনেক জায়গায় চাকরি করতে হয়েছে। আমার ঠুনকু অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এই ধরণের লোকদের জীবনে, ব্যাবসায়, প্রতিষ্ঠানে  কোনো উন্নতি নেই, আর চোঁখে দেখা কিছুটা উন্নতি দেখা গেলেও দেখবেন এইধরণের লোকের  বেসিক কোনো পরিবর্তন নেই জিবনে । যত দিন যাই এরা ততই নিচে নামতে থাকে। এরা  জীবনের অদিকাংশ সময়ই নষ্ট করে দেয় অন্যের সমালোচনা ও অন্যের প্রতি নেগেটিভ ধারণা পোষণ করে। তারা দেখা যাই সবসময় লাভ করতে চাই, কিন্তু মজার ব্যাপার হলো এরা ঠিক ততটাই লস করে ক্ষণে ক্ষণে। 

বেসিক্যালি মানুষের জীবন হলো অগণিত ভূলের যোগফল, প্রত্যেকেই জিবনে ভূল করে থাকে বা করবে, আর এটাই স্বাভাবিক, কিন্ত দেখবেন উপরিউক্ত বৈশিষ্টের মানুষেরা নিজের ভূল কখনো স্বীকার করে না, বরংচ নিজের ভূল অন্যের ঘাড়ে চাপিয়ে দিতেই আরাম বোধ করে। এরা শুধু জিবনে উন্নতি আর উন্নতি চায়, দেখবেন ২ টাকা খরচ করে ৪ টাকা লাভ করার আশা পুষণ করে সারাক্ষণ, যার ফলে এরা জীবন ভর অগণিত  মানসিক চাপে, কষ্টে থাকে।। আর এধরণের লোকদের কোনো পরিবর্তন করাও সম্ভব না, কারণ তাদের আরেকটা গুন আছে সেটা হলো তারা নিজেকে মহাজ্ঞানী মনে করেন, তারা মনে করে যে তারা যা ভাবে বা চিন্তা করে তাই একমাত্র সঠিক, আর বাকি সবার মাথায় শুধু গোবর । আবার কোন বিপদ আপদে পড়লে দেখবেন একে অকে ডেকে আনে বুদ্ধি পরামর্শের জন্যে। 

Leave a Comment