আল্লাহ মানুষকে কি থেকে সৃষ্টি করছেন

sadekmahmud

December 8, 2017

মাটি

আমি মানবকে পচা কর্দম থেকে তৈরী বিশুস্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি। কোরআন ১৫/২৬

তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে। কোরআন ৫৫/১৪

আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। কোরআন ২৩/১২

পানি

আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? কোরআন ৭৭/২

অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে। কোরআন ৩২/৮

তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে, অতঃপর তাকে রক্তগত, বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম। কোরআন ২৫/৫৪

সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। কোরআন ৮৬/৬

বীর্য

শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন। কোরআন ৮০/১৯

মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাকবিতন্ডাকারী। কোরআন ৩৬/৭৭

সে কি স্খলিত বীর্য ছিল না? কোরআন ৭৫/৩৭

রক্ত

সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। কোরআন ৯৬/২

অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।

কোরআন ৭৫/৩৮

শূন্য

তিনি বললেন, এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলে দিয়েছেন, এটা আমার পক্ষে সহজ। আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। কোরআন ১৯/৯

মানুষ কি স্মরণ করেনা যে আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? কোরআন ১৯/৬৭

Leave a Comment