মাটি
আমি মানবকে পচা কর্দম থেকে তৈরী বিশুস্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি। কোরআন ১৫/২৬
তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে। কোরআন ৫৫/১৪
আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। কোরআন ২৩/১২
পানি
আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? কোরআন ৭৭/২০
অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে। কোরআন ৩২/৮
তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে, অতঃপর তাকে রক্তগত, বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম। কোরআন ২৫/৫৪
সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। কোরআন ৮৬/৬
বীর্য
শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন। কোরআন ৮০/১৯
মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাকবিতন্ডাকারী। কোরআন ৩৬/৭৭
সে কি স্খলিত বীর্য ছিল না? কোরআন ৭৫/৩৭
রক্ত
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। কোরআন ৯৬/২
অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
শূন্য
তিনি বললেন, এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলে দিয়েছেন, এটা আমার পক্ষে সহজ। আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। কোরআন ১৯/৯
মানুষ কি স্মরণ করেনা যে আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? কোরআন ১৯/৬৭