দেশের আদর্শ রাজনীতির অধপতন।

sadekmahmud

March 8, 2017

যেই মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠের শব্দ শুনে আজ হতবাক।

মাত্র ৫ বছর আগে শফি হুজুর ছিলেন পাকিস্তানের দালাল, মেয়েদের তেঁতুলের সাথে তুলনা করায় প্রধানমন্ত্রীর সমালোচনার বস্তু , ৫ই মে ২০১৩ তে কওমী মাদ্রাসার ছেলেদের মতিঝিলে পুলিশ দিয়ে সরকার লাঠিপেটা করেছিল। সম্প্রতি আমরা দেখেছি আওয়ামী লীগের নেতারা কিভাবে দিনরাত হেফাজত-কে গালি দিতো। 

ভেবেছিলাম এই হেফাজতের বিপক্ষে আওয়ামী লীগ থাকবে, হেফাজত-কেও নিষিদ্ধ করবে জামায়াতের মত।

৫ বছর পরে শফি হুজুর হাসিনার পাশে বসেই সমাবেশ করলেন, সংবর্ধনা পেলেন এবং ‘কওমী মাদ্রাসার জননী’ উপাধি পেলেন। যে আওয়ামী লীগের মন্ত্রীরা বলতেন ‘তেঁতুল হুজুর’, তারাই বললেন যে এমন অসম্মানজনক কথা আর বলা যাবে না । 

রাজনীতিতে শেখ হাসিনা কি জিতবেন ?

হয়তো আপাতত।

কিন্ত এইভাবে আদর্শ বিকিয়ে ভোট পাওয়া বা ক্ষমতাই থাকা যায় কিনা আসলে জানা নেই। 

তবে তিনি তার বাবার আদর্শ হারালেন চিরকালের জন্য।

মুজিব পরিবারের গৌরব মাটিতে মিশিয়ে দিলেন ক্ষমতায় থাকার জন্য।

সম্প্রতি আমরা দেখেছি বিএনপি জামায়াতের সাথে জোট বাধতো বলে আওয়ামী লীগ চিরকাল অপবাদ দিত বিএনপি’কে পকিস্তানপন্থী বলে। কিন্ত আজ?

হেফাজতের সাথে জামায়াতের পার্থক্য কোথায়, এরাও চায় শরিয়া আইন, তারাও চায় অমুসলিম’দের দেশ থেকে তাড়াতে, তাহলে পার্থক্য কোথায় হলো ?

এটাই কি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ?

এটাই কি একটি সেক্যুলার কান্ট্রির চরিত্র ?

আওয়ামিলীগ এই শতভাগ ভোটের জন্যে দলকে বদলে ফেললে সেই বদলে যাওয়া আওয়ামিলীগ’কে সমর্থন করার কিছু নেই, চরিত্রহীন রাজনীতি হিসেবেই পরিচিতি পাবে সাধারণ মানুষের কাছে।

আজ হতভম্ব হওয়া ছাড়া কিছুই বলার নেই, এদেশ আমার না, এদেশ আর সবার না, এদেশ এখন একান্তই দুর্নীতিবাজ আর মৌলবাদের ।

Leave a Comment