মানুষের চিন্তা ভাবনা আজও ধর্মীয় কু-সংস্কারের দ্বারা সীমাবদ্ধ।
আমাদের অনেকের চিন্তা ভাবনা এইরকম যে,
ইহুদী- খ্রিষ্টান বা নাস্তিকদের লেখা বই পড়লে আমাদের নাকি ঈমান থাকে না, এইগুলি নাকি বিধর্মীদের লেখা ধর্ম বিরোধী বই ।
যার দরুন অনেকেই তাদের লেখা বই পড়ে না বা পরতে চাই না ।
তাই আজও বিগ ব্যাং থিউড়ি, সৃষ্টি তত্ত্ব, জীব তত্ত্ব এবং মানব সভ্যতার বিবর্তনবাদ এর মত অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও অনেকের অজানাই থেকে যাই ।
বই একটা সু-তথ্যের মাধ্যম, এটা কখনো একজন মানুষকে পথভ্রষ্ট করে না , যদি কেও বই পড়ে জ্ঞান অর্জন করে নিজের পথ বদলাই , তবে এটা কখনোই ভ্রষ্ট পথ নই , সু-পথ।